Doze Fuel Booster

ফুয়েল খরচ কমাবেন কিভাবে? জেনে নিন ডোজ কি? কিভাবে কাজ করে। Toyota premio ২০১০ এর মডেল গাড়িতে যেখানে প্রতি লিটার অকটেনে ১০-১১ মাইলেজ পাওয়া যেতো সেই একই গাড়িতে ডোজ মিশ্রিত প্রতি লিটার অকটেন দিয়ে ১৬কি:মি: মাইলেজ পেয়েছি আমরা। অন্য এক পরিক্ষায় দেখা গেছে বাইকের আরপিএম ২০০০ রেখে ১০০মি:লি অকটেন দিয়ে ১৭মিনিট বাইক চলতে সক্ষম হলেও ডোজ মিশ্রিত ১০০মি:লি: অকটেন দিয়ে ২২মিনিট চলতে সক্ষম হয়। প্রতি ১০-১৪ লিটার ফুয়েল এর সাথে ১ডোজ মিক্স করলে, ফুয়েলে থাকা ভারি অনুগূলোকে ভেংগে ফেলবে বা ফুয়েল এর গুনগত মান সঠিক রাখবে, ফলে তুলনামূলক প্রতি লিটারে মাইলেজ বাড়বে এবং পিস্টনে কার্বন কম জমবে সেই সাথে ভাল্ব ও স্পার্ক প্লাগের আয়ুকালে বৃদ্ধি হবে। DOZE ব্যবহারের সুবিধাঃ # সর্বোচ্চ ৩০% পর্যন্ত জ্বালানি সাশ্রয় হবে। # তুলোনামূলক পিস্টনের উপর কার্বন কম জমবে। # এগজষ্ট ভাল্ব এর আয়ুকাল বৃদ্ধি হবে। # স্পার্ক প্লাগের আয়ুকাল বৃদ্ধি হবে। # ইঞ্জনের সাউন্ড স্মুথ হবে। # ইঞ্জিনে তুলোনামূলক নকিং ও শেখিং কম হবে। # পাওয়ার স্টকে সঠিক মাত্রায় শক্তি উৎপাদন হবে। # প্রতি লিটার ফুয়েলে তুলনামূলক মাইলেজ বৃদ্ধি হবে। # ইঞ্জিনে মেইনটেনেস খরচ কম হবে ও ইঞ্জিনের আয়ুকাল বৃদ্ধি হবে। বি: দ্র: এখানে যতো বিষয় আলোচনা করা হয়েছে তা আমাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছি ভুলও হতে পারে তাই কোন দ্বাবী আপত্তিযোগ্য নয়। আমরা ডোজ ফুয়েল বুস্টারের পরীক্ষা চালাচ্ছি এবং কাস্টমার রিভিউ নিচ্ছি, যদি কোন ভালো কিছু উন্নতি না পাওয়া যায় তাহলে এই ফুয়েল বুস্টার বিক্রয় বন্ধ করে দিবো। যারা কিনবেন পরীক্ষামূলক টেস্ট চালিয় যদি ভালো মনে করেন তাহলে আবার নিবেন আশা করি, যদি ভালো উন্নতি না পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।

BACK TOP